মুন্সী ফিরাজ আল আমিন
প্রেয়সী তোমাকে দেখলেই মনে হয়
তুমি যেন অপরূপ রূপের প্রতীক ও উজ্জ্বল প্রতিমা
বিধাতার শ্রেষ্ঠ সুন্দরী I
প্রেয়সী তুমি শীতের সকালে সর্ষের উপর
পড়ে থাকা মুক্তার মতো
শিশির কণা I
প্রেয়সী যখন তোমাকে আমার মুখোমুখি হয়ে
আমার চোখে চোখ রাখতে দেখে
তখন মনে হয়
তুমি যেন শরতের আকাশে
লক্ষ তারার মাঝে
একটি শুকতারা
প্রেয়সী যখন তোমাকে দেখি দূর কোনো
গায়ের পথে আনমনে হাটতে
তখন মনে হয় কোনো এক বিশাল সাগরের বুকে ঢেউয়ের তালে তালে
অস্ত যাওয়া সূর্যের
সোনালী রঙের কোনো স্বপ্ন কন্যা I
প্রেয়সী যখন তোমাকে অসংখ মানুষের মাঝে দেখি
তখন মনে হয়
তুমি যেন হাজার ফুলের মাঝে
ফুটে থাকা
একটি রক্তিম
গোলাপ I
প্রেয়সী যখন তোমাকে কারণে বা অকারণে হাসতে দেখি
তখন মনে হয়
তুমি যেন লিওনার্দো-দা-ভিঞ্চির
শ্রেষ্ঠ প্রতিভা মোনালিসা
তোমার হাসিতে যেন রয়েছে বিধাতার চির ভাস্কর্য
তোমার নির্বাক হাসি
ম্রিয়মান দৃষ্টি
আমাকে বড় কাছে টানে
প্রেয়সী তুমি মায়াবিনী
প্রেয়সী তুমি অপরূপ সুন্দরী I
(প্রভাষক, ইংরেজি, মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজ
শৈলকুপা, ঝিনাইদহ, বাংলাদেশ)


